প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২ ১১:৫৯ : পূর্বাহ্ণ
নাটোরের গুরুদাসপুরে কুলসুম নামে এক বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে।নির্যাতনের শিকার বৃদ্ধা ওই এলাকার মৃত সুরত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধার স্বামী অনেক দিন আগে মারা গিয়েছে। তার ৪ মেয়ে, সবারই বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে বিয়ের পর থেকে জামাই নিয়ে মায়ের বাড়িতেই বসবাস করেন। বৃদ্ধা হঠাৎ জ্বরে অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে বৃদ্ধার ঘরে যান। এসময় পমপাথুরিয়া গ্রামের প্রতিবেশি আলমের ছেলে রতন ও বকুলের ছেলে উজ্জল হইচই শুরু করে। পরে ওই দুই যুবক বৃদ্ধা তার মেয়ে জামাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন বলে অভিযোগ করে কাঁদা পানির মধ্যে একটি ডাব গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল মতিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারী ও তার মেয়ে জামাইকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রযোজনীয় ব্যাবস্খা নেওয়া হবে বলেও জানান তিনি।