চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কেদারনাথে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ৩:০৬ : অপরাহ্ণ

কেদারনাথে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের কেদারনাথে ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। জানা যায়, ফাটা থেকে কেদারনাথগামী হেলিকপ্টারটি গুরু চাট্টির কাছে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।

মনে করা হচ্ছে, পাহাড়ে অতিরিক্ত কুয়াশায় থাকার জন্যই দুর্ঘটনাটি ঘটে।

এখনও পর্যন্ত দুই পাইলট-সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনের তরফে বলা হয়েছে, উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার পর কেদারনাথ যাত্রীদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ঢালে একটি জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। তার টুকরো ছড়িয়ে রয়েছে চারিদিকে। আগুনও জ্বলতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের ভেঙে পড়া অংশ থেকে।

Print Friendly and PDF