প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২ ৩:৩৪ : অপরাহ্ণ
সোমবার দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল; কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেওয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, এখন আবার বিএনপি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আন্তর্জাতিক ভাবে সৃষ্ট সমস্যা। সেই সমস্যার বোঝা আমাদের ওপরে পড়েছে, গোটা বিশ্বের মানবতার ওপরে পড়েছে। সারা বিশ্বের মানুষই আজকে সমস্যার সম্মুখিন। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।