চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দরকার হলে আওয়ামী লীগ পূজামণ্ডপ পাহারা দেবে: ওবায়দুল কাদের

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২ ২:৫৯ : অপরাহ্ণ

দরকার হলে মন্দিরে-মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বায়দুল কাদের বলেন,  কুমিল্লায় যা ঘটেছে, তা বীভৎস; চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এ ছাড়া রংপুর, সিলেট, সুনামগঞ্জ ও নাসিরনগরেও এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দুয়েক জায়গায় লক্ষ করেছি।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারাও এ দেশের নাগরিক। আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক—এটা কারও মনে করা উচিত না।’

 

Print Friendly and PDF