চট্টগ্রাম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় সাফজয়ী নারীরা, বিমানবন্দরে দেয়া হলো সংবর্ধনা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:০৯ : অপরাহ্ণ

নেপাল থেকে চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এখন তাদেরকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

বিমানবন্দরে উপস্থিত আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। অভ্যর্থনা শেষে তাদের মিষ্টিমুখ করানো হবে, এরপর অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সেখানে ফুটবলাররা তাদের অনুভূতির কথা জানাবেন। আর সংবর্ধনা শেষে খোলা বাসে রাজপথে নামবে মেয়েরা।

এরপর বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, পিএমও অফিসের পর বিজয় স্মরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবো আমরা। সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসবো। কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্ত্বর হয়ে বাফুফে এসে পৌঁছাবো বাফুফে ভবনে।

বাফুফে ভবনে নারী ফুটবলারদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুলের স্টিক দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে। এখানেও হতে পারে একটি সংবাদ সম্মেলন। এরপর অফিসিয়ালি আপাতত রিসিপশনটা শেষ হবে। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটি।

উল্লেখ্য, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। এমন অর্জনে তাদের বরণ করতে মুখিয়ে আছে গোটা দেশ।

Print Friendly and PDF