চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২ ১:০০ : অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. শহিদুল ইসলাম আকাশ (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের চিনিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. শহিদুল ইসলাম আকাশ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার মো. নূর ইসলামের ছেলে।

তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন। তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে শহিদুল ইসলাম আকাশকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে চিনকির বাজারে নিজের দোকানে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  সেখানে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly and PDF