চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক সঙ্গে ছয় শিশুর জন্ম, একদিনের ব্যবধানেই সবার মৃত্যু

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৪ : পূর্বাহ্ণ

পাকিস্তানের ২৫ বছর বয়সী এক নারী একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছে। বুধবার জিন্নাথ মেডিকেল সেন্টারে ওই ছয় শিশুর জন্ম হয়। কিন্তু ছয় শিশু জন্মের কিছুক্ষণ পরই এদের মধ্যে একজনের মৃত্যু হয়। করাচিতে এ ধরনের ঘটনা সচারাচার দেখা যায় না। খবর জিও টিভি অনলাইনের

আজ বৃহস্পতিবার জীবিত থাকা বাকি পাঁচ শিশুরও মৃত্যু হয়। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, অপরিণত অবস্থায় ওই ছয় শিশুর জন্ম হয়। সঙ্গে তাদের ওজনও স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল।

গত মঙ্গলবার ওই গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন শিশুগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয়। যদিও ওই নারীর একটি সন্তান রয়েছে।

যুক্তরাষ্ট্রের সিডিসি সেন্টারের তথ্যানুযায়ী, ২০১৯ সালের পর থেকে বিশ্বে এক লাখ নারীর মধ্যে ৮৭ জনের এ ধরনের শিশু জন্ম হয়েছে।

Print Friendly and PDF