চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বিমানবন্দর অচল মির্জা ফখরুলের জন্য চরম লজ্জার: ব্যারিস্টার সুমন

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:২২ : অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তার নিজ নির্বাচনী এলাকায় বন্ধ বিমানবন্দরটি চালু হলো না অচলই থেকে গেল, তাই আমি মনে করি এটা তার জন্য চরম লজ্জার। তিনি যদি একদিনের জন্যও বিমান প্রতিমন্ত্রী থাকেন আর তার নিজ এলাকার একটি বিমানবন্দরের রানওয়েতে ট্রাক্টর চলবে এটা নেতৃত্বের কোনো সফলতা হতে পারে না।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলস্ রেস্ট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব্যারিস্টার সুমন।

তিনি আরও বলেন, আমি মনে করি এর প্রভাব বিএনপিতেও পড়বে। যে ব্যক্তি তার নিজের এলাকায় বিমানবন্দর বানাতে পারে না, সে বিএনপির ভবিষ্যৎ জীবনেও বানাতে পাড়বে না। শেখ হাসিনার কাছে নমিনেশনের জন্য আবেদন করবেন যদি নির্বাচিত না হন তবে বিদ্রোহী প্রার্থী হবেন না। একজনের সঙ্গে প্রেম করে জীবন কাটাতে চান ব্যারিস্টার সুমন।

এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর ঠাকুরগাঁও রোড কলোনি জেনারেল ক্লাব মাঠে সুগার মিলস কলোনি একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর তার এ ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছেন প্রায় অর্ধলাখ মানুষ।

Print Friendly and PDF