চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ের নখ থেকে থুতু, বর্জ্য বিক্রি করে লাখপতি তরুণী

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৫ : অপরাহ্ণ

বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পেশার সঙ্গে নিযুক্ত। নানা রকম অদ্ভুত পেশার কথাও শোনা যায়। ঠিক তেমনই উত্তর ক্যারোলিনার বাসিন্দা ২৮ বছর বয়সি রেবেকা। তিনি তার পায়ের নখ বিক্রি করে প্রতি মাসে রোজগার করেন নয় লাখ ২৮ হাজারেও বেশি টাকা!

নেটমাধ্যমে এই তরুণীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। অনেকেই তাকে একবার সামনে থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন। আর এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছেন রেবেকা ব্লু। সামনে থেকে ধরা না দিলেও তার ব্যবহৃত জিনিস অনুরাগীদের কাছে পৌঁছে দিতেই এই প্রয়াস। শুধু পায়ের নখ নয়, তার বিক্রিত দ্রব্যের তালিকায় রয়েছে গোসলের পানি, বাহুলোম, ব্যবহৃত ইয়ারবাডও। এমনকি, চিবানো খাবার এবং থুতুও বিক্রি করেন।

এই ধরনের জিনিসগুলো সাধারণত বর্জ্য পদার্থ হিসাবে দেখা হয়। রেবেকা তার বাড়ির পরিচারকদের এই জিনিসগুলো ফেলে দিতে বারণ করেন। মাঝে মাঝে ব্যবহৃত পুরনো পোশাকও বিক্রি করেন রেবেকা। তবে রেবেকা জানিয়েছেন, এ সব বিক্রি করে যা অর্থ আয় করেন তিনি, তা নিজের কাজে লাগান না। বরং রাস্তার কুকুর, বিড়ালদের জন্য সেই অর্থ খরচ করেন তিনি।

সূত্র: আনন্দবাজারনিউ ইয়র্ক পোস্ট

Print Friendly and PDF