প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৪ : অপরাহ্ণ
খবরের লাইভ চলাকালে হঠাৎ মুখের মধ্যে মাছি ঢুকে পড়ায় তা গিলে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করে আবারও খবর পাঠ করতে শুরু করেন উপস্থাপিকা। ওই উপস্থাপিকার নাম ফারাহ নাসের। তিনি কাডানার টরেন্টো ভিত্তিক একটি টেলিভিশনে সাংবাদিকতা করেন। খবর নারসিটি টরেন্টে
লাইভে মাছি গিলে ফেলার ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শেয়ার করছি, কারণ আজকাল আমাদের সবার একটু হাসির দরকার! আমি আজ একটা মাছি গিলেছি!’
ভিডিওটি শেয়ার করতে না করতে তা ভাইরাল হয়ে যায়। এটি ইতোমধ্যে প্রায় ১ লাখ বার দেখা হয়েছে, লাইক পড়েছে দেড় হাজারের বেশি।
ফারাহ নাসের যখন সংবাদ পাঠ করছিলেন তখন পাকিস্তানের বন্যা পরিস্থিতি চিত্র দেখানো হচ্ছিল। এর মধ্যেই তাকে ভ্রুকুটি করতে দেখা যায়। এরপর একটু গলা পরিষ্কার করেই উপস্থাপনায় এমনভাবে ফেরেন, যেন কিছুই হয়নি!
পরিস্থিতি এমনভাবে সামলানোর জন্য দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার কভারেজের সময় আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে। কিন্তু সেটা যে একটা পোকার কারণে, এটা আমি ধারণাই করতে পারিনি। আপনি বিষয়টি একজন পেশাদারের মতো হ্যান্ডেল করেছেন।’ অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এবং আপনার উপস্থাপনার মধ্যে মাছির কোনো চিহ্নই ছিল না!’
https://twitter.com/i/status/1564402184472649728