চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সস্তার পুষ্টিও নিম্নবিত্তের হাতছাড়া

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২২ ৩:১৬ : অপরাহ্ণ

ঘণ্টার কাঁটা ঘর পরিবর্তন না করতেই পাইকারিতে ডিমের হালিপ্রতি দাম বাড়লো ১০ টাকা। মুন্সীগঞ্জে ডিমের দাম নিয়ে তাই অসন্তোষ জানান ক্রেতারা। ঢাকা থেকেই বাড়তি দামে বিক্রির নির্দেশনা দেয়া হয় বলে দাবি করেন মুন্সীগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা।

তবে রাজধানীতে কমেছে ডিমের দাম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দেখা গেছে, লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা করে। অথচ বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা হালি। সেই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম কমেছে ৮ থেকে ১০ টাকা।

তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কম দামে ১৪০ টাকায় কিনতে পারছেন।

এদিকে রাজধানীতে মুরগি ও ডিমের বাজারে অভিযান চালিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভুয়া আড়তের রশিদ দেখিয়েছেন কেউ কেউ। ভাউচার ছাড়া কেনা-বেচার অভিযোগে কারওয়ান বাজারের দুটি প্রতিষ্ঠানকে, ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দেশের বাজারে ডিমের দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে চড়া মুরগি ও গরুর মাংসের দাম। দুধের দামও বাড়তি। এ কারণে নিম্নবিত্ত মানুষের নাগালছাড়া হয়ে যাচ্ছে সস্তার পুষ্টি ডিমও।

Print Friendly and PDF