চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টুরিস্ট ভিসায় গিয়েও করা যাবে ওমরাহ

প্রকাশ: ১৩ আগস্ট, ২০২২ ৪:৫৭ : অপরাহ্ণ

টুরিস্ট ভিসায় গিয়েও করা যাবে ওমরাহ

এখন থেকে সৌদি আরবে টুরিস্ট ভিসায় গিয়েও ওমরাহ পালন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, টুরিস্ট ভিসা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করা যাবে।

আল আরাবিয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ৪৯টি দেশের নাগরিকরা অনলাইনে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারছে। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, যারা ই-ভিসার জন্য যোগ্য তারা দেশটির বিমানবন্দরে পৌঁছে টুরিস্ট ভিসা নিতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেন ভিসাধারীরাও সৌদি আরবে ঘুরতে এসে ওমরাহ পালন করতে পারবে। এছাড়া যাদের ফ্যামিলি ভিজিট ভিসা রয়েছে তারাও সৌদি থাকাকালে ইতমরনা অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবে।

এর আগে চলতি ওমরাহ সিজনের আগে কাবার চারপাশের ব্যারিকেড সরিয়ে ফেলা হয়। করোনাভাইরাস মহামারির সময় ওই ব্যারিকেড বসানো হয়েছিল।

Print Friendly and PDF