চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গণপরিবহনে ইচ্ছেমতো নেয়া হচ্ছে ভাড়া, চলছে বাকবিতণ্ডা

প্রকাশ: ৮ আগস্ট, ২০২২ ৫:৪০ : অপরাহ্ণ

সারা দেশে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন

জ্বালানি তেলের দাম বাড়ার পর অস্থিরতা তৈরি হয়েছে গণপরিবহনে। বেশিরভাগ জায়গায় ভাড়া নেয়া হচ্ছে ইচ্ছেমতো। বাকবিতণ্ডা হচ্ছে যাত্রী ও শ্রমিকদের মাঝে।

তবে, এখনও নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বিআরটিএ। ভাড়ার নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

তেলের দাম বাড়ার প্রেক্ষিতে, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় বিআরটিএ ও পরিবহন মালিকদের বৈঠকে। এতে দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫ পয়সা বা প্রায় ১৬ শতাংশ বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা।

তবে, এই ভাড়া বৃদ্ধি সিএনজি চালিত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Print Friendly and PDF