চট্টগ্রাম, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ছাড়ালো ৫০০

প্রকাশ: ৪ আগস্ট, ২০২২ ১০:৫৪ : পূর্বাহ্ণ

পাকিস্তানে চলমান প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে ৫০০ ছাড়ালো প্রাণহানি। বুধবার বিষয়টি নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতি অনুসারে, নিহতদের মধ্যে ১৯১ জনই শিশু। মৃতদের তালিকায় নারীর সংখ্যা ৯৮। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত ৪০ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পানির তলায় আড়াই হাজার কিলোমিটারের ওপর সড়ক; যার কারণে বিচ্ছিন্ন বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা। এর ফলে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির বেলুচিস্তান প্রদেশ। সেখানে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক মানুষ। এরপরই রয়েছে সিন্ধু ও খাইবার-পাখতুনখোয়া প্রদেশ।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত করাচিসহ আশপাশের শহরগুলোয় রয়েছে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

Print Friendly and PDF