চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনা ছাড়াই পৃথিবীতে আঁচড়ে পড়লো চীন রকেট

প্রকাশ: ৩১ জুলাই, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ

কোনো দুর্ঘটনা ছাড়াই পৃথিবীতে আঁচড়ে পড়েছে চীনা রকেট। শনিবার (৩০ জুলাই) মধ্যরাতে ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এটি পৃথিবীতে বিধ্বস্ত হয়। খবর বিবিসি

চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, লং মার্চ ৫বি রকেটের বেশিরভাগ বায়ুমণ্ডলে পুড়ে গেছে। বাকি অংশ প্রশান্ত মহাসাগরের সুলু সাগরে পতিত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।

শনিবার মধ্যরাতে এটি ভেঙে পড়ার সময় অনেকে একে আতসবাজি মনে করেছে। গত রোববার পাঠানো ওই রকেটটি মহাকাশে প্রদক্ষিণ শেষে পৃথিবীর দিকে ফিরছিল। কিন্তু, বাতাসের সংস্পর্শে আসার পরই তার ওজনের কারণে সেটি ভেঙে পড়ে।

গত ২৪ জুলাই রকেটটি মহাকাশে পাঠায় চীন। এর কাজ ছিল মহাকাশে তাদের গবেষণা সংস্থায় নতুন একটি যন্ত্র স্থাপন করে ফিরে আসা। রকেটটি সাফল্যের সঙ্গে সেই কাজ করে পৃথিবীর বুকে ফিরছিল। কিন্তু, সেই সময়ই বিপত্তি ঘটে।

এদিকে চীনা রকেট ধ্বংস হওয়ার ঘটনায় আগে থেকেই কোনো তথ্য শেয়ার করেনি বেইজিং। ফলে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।

Print Friendly and PDF