চট্টগ্রাম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ উদ্দেশ্যে বিজেপিতে যোগ দেয় জঙ্গি সদস্য, কাশ্মিরে অস্ত্রসহ আটক

প্রকাশ: ৪ জুলাই, ২০২২ ৫:৪১ : অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের একটি গ্রামে তালিব হোসেন শাহ নামের এক লস্কর-ই-তৈয়বার সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি জম্মুতে বিজেপির সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। জম্মুর রিয়াসি এলাকায় এক সঙ্গীসহ তাকে আটক করে গ্রামবাসী। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ জুলাই) তাদের আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য।

এ নিয়ে এরই মধ্যে মুখ খুলেছে বিজেপি। বিজেপির মুখপাত্র আরএস পাঠানিয়া এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে এ ঘটনাকে বিজেপিতে অনলাইন মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি হিসেবে দেখানো হয়েছে।

Print Friendly and PDF