চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে এখনও ঘরে ফিরতে পারেনি বানভাসিদের অনেকেই

প্রকাশ: ২৮ জুন, ২০২২ ৪:০৬ : অপরাহ্ণ

সিলেটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও প্রায় অপরিবর্তিত রয়েছে কুশিয়ারা। দীর্ঘস্থায়ী বন্যায় চরম ভোগান্তিতে নিচু এলাকার বানভাসি মানুষ। এমনকি আশ্রয় কেন্দ্র ও নিচু এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগের প্রকোপ। স্থানীয় প্রশাসন বলছে, বানভাসি মানুষের চিকিৎসায় ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যদিও তাদের সেবা নিয়ে বিস্তর অভিযোগ দুর্গত মানুষদের।

প্রবল বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রায় দুসপ্তাহ থেকে আশ্রয়কেন্দ্রে পড়ে আছেন লক্ষাধিক মানুষ। যেখানে খাবার সমস্যার পাশাপাশি নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে।

প্রশাসন বলছে, বানভাসি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে ১৪০টি মেডিকেল টিম। যদিও তাদের সেবা নিয়ে বিস্তর অভিযোগ দুর্গত মানুষের।

এদিকে, বন্যায় বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি, এটাকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সিলেট সিটি মেয়রের দাবি, এখনও মাথাচাড়া দিয়ে উঠেনি পানিবাহিত রোগ; পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে মেডিক্যাল টিম।

Print Friendly and PDF