চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের অনুশীলনে দুই তারকা ফুটবলারের হাতাহাতির ছবি ভাইরাল

প্রকাশ: ৬ জুন, ২০২২ ১১:৪৭ : পূর্বাহ্ণ

জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোববার (৫ জুন) নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে মাঝেই অপ্রীতিকর ঘটনা তৈরি করে ব্রাজিলীয়ান দুই ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। তাদের হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এক প্রতিবেদনে জানায়, অনুশীলনের মাঝে এই দুই ফুটবলারের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর এভারটন স্ট্রাইকার রিচার্লিসন তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনিসিয়াসের জার্সির কলার চেপে ধরেন। তাদের এই ঘটনা দেখে নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন লুকাস পাকুয়েতা ও বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেস। নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরেন রিচার্লিসন।

তাদের এই দুইজনের হাতাহাতির কারণ এখনও জানা যায়নি। তবে ভিনির সঙ্গে অবশ্য রিচার্লির সম্পর্ক কখনো খারাপ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে জেতানোয় ভিনিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্যাম্পেও ভিনিকে সবার আগে আলিঙ্গনে বাঁধেন এভারটন তারকা।

Print Friendly and PDF