চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, থানা ঘেরাও করে আগুন দিল জনতা

প্রকাশ: ২২ মে, ২০২২ ২:৪১ : অপরাহ্ণ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ ওঠায় থানা ঘেরাও করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, শফিকুল ইসলাম নামে এক মাছ বিক্রেতার ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে ওই থানার পুলিশ। শনিবার (২১ মে) সন্ধ্যায় ভারতের আসামে নাওগাঁও পুলিশ স্টেশনেএ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। খবর এনডিটিভি

পুলিশের দাবি, ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় রাস্তা থেকে থানায় ধরে আনা হয়। তবে পুলিশের এক সূত্র বলছে, শফিকুল নামের ওই ব্যক্তিকে বাটাভ্রাদা এলাকা থেকে আটক করা হয়। তার কাছে ১০ হাজার রুপি ও একটি হাঁসও চায় পুলিশ।

নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, তারা থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশ জানায় সে অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালে গেলে শফিকুলের লাশ মর্গে পান তারা।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা থানাও ঘেরা করে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, এসময় ভাঙচুর চালান তারা। অগ্নিসংযোগও করা হয় থানায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ এ ঘটনাকে সাধারণ ঘটনা হিসেবে দেখছে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এ ঘটনার পেছনে হয়ত অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

এদিকে থানায় আগুন দেওয়ার ফলে পুড়ে গেছে পুরাতন সব নথিপত্র।

Print Friendly and PDF