চট্টগ্রাম, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলার ও ইউরোর বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল

প্রকাশ: ২১ মে, ২০২২ ২:৪০ : অপরাহ্ণ

মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল।

রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ, রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে, আজ (শুক্রবার) গ্রীনিচ সময় অনুযায়ী ৮টা ১৩ মিনিটে প্রতি ডলারের বিপরীতে ৫৭ দশমিক ৬৭ রুবলে বিক্রি হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসের পরে এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হলো।

এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা ৫ ভাগ শক্তি অর্জন করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে ৬০ রুবলে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া সত্বেও ডলার এবং ইউরো মুদ্রার বিপরীতে রুবল শক্তিশালী হয়েছে।

 

Print Friendly and PDF