চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জানা গেল

প্রকাশ: ১২ মে, ২০২২ ৩:৫৬ : অপরাহ্ণ

বেসরকারি ব্যবস্হাপনায় হজযাত্রীদের জন্য কোরবানী ছাড়া চার লাখ তেষট্টি হাজার সাতশত চুয়াল্লিশ টাকা নির্ধারণ করে প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেছেন, সৌদি আরব নতুন করে অন্য কোন ফি বাড়ালে সেটাও প্যাকেজে যুক্ত হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে হাব হজ প্যাকেজটি ঘোষণা করে।

এ বছর বেসরকারি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ৫৩ হাজার ৫৮৫ যাত্রী হজ করতে সৌদি যাবে।

হাব সভাপতি বলেন, এ বছর সব হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পূর্ণ হবে। কাজটি সহজ করতে শিডিউলের বদলে ডেডিকেটেড ফ্লাইট করার দাবি জানানো হয়।

 

গত বছরের তুলনায় এ বছর বিমান ভাড়া ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। এছাড়া এবার কোরবানির খরচ বাবদ সব যাত্রীকে প্যাকেজের বাহিরে আরও প্রায় ২০ হাজার টাকা সৌদি গিয়ে জমা দিতে হবে বলে জানান সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

এর আগে, হজ প্যাকেজে খরচ বৃদ্ধির ব্যাপারে শাহাদাত হোসাইন বলেন, সৌদির কিছু খরচ বৃদ্ধি পেয়েছে। যেমন- মোয়াল্লেম সার্ভিসের খরচ দ্বিগুণ হয়েছে। তাছাড়া সেখানে বাড়িভাড়া বেড়েছে। যেহেতু হজযাত্রীর সংখ্যা কম, তাই বাড়িভাড়া এখন সৌদি সরকার কাছাকাছি দূরত্বে যে বাড়িগুলো আছে, শুধু সেগুলোর অনুমোদন দিচ্ছে।

দুই দেশের মুদ্রার মানের পার্থক্যের কারণেও প্যাকেজের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, আগে ছিলো ২২ টাকা ৩০ পয়সা (বাংলাদেশি টাকায় সৌদি আরবের রিয়াল)। এখন এটা ২৪ টাকা ৩০ হয়েছে। সবমিলিয়ে মূল্য বেড়েছে।

এর আগে, হজ প্যাকেজে খরচ বৃদ্ধির ব্যাপারে শাহাদাত হোসাইন বলেন, সৌদির কিছু খরচ বৃদ্ধি পেয়েছে। যেমন- মোয়াল্লেম সার্ভিসের খরচ দ্বিগুণ হয়েছে। তাছাড়া সেখানে বাড়িভাড়া বেড়েছে। যেহেতু হজযাত্রীর সংখ্যা কম, তাই বাড়িভাড়া এখন সৌদি সরকার কাছাকাছি দূরত্বে যে বাড়িগুলো আছে, শুধু সেগুলোর অনুমোদন দিচ্ছে।

দুই দেশের মুদ্রার মানের পার্থক্যের কারণেও প্যাকেজের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, আগে ছিলো ২২ টাকা ৩০ পয়সা (বাংলাদেশি টাকায় সৌদি আরবের রিয়াল)। এখন এটা ২৪ টাকা ৩০ হয়েছে। সবমিলিয়ে মূল্য বেড়েছে।

Print Friendly and PDF