চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট চায় আ.লীগ: কাদের

প্রকাশ: ১০ মে, ২০২২ ৩:২৭ : অপরাহ্ণ

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক যৌথসভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।এবারো বিএনপিকে দলের অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই, তাই বিএনপিকে দর কষাকষি না করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে হামলার পরিকল্পনার করা বিএনপির চর্চা। আওয়ামী লীগ অপসংস্কৃতি চর্চা করে না।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় এলডিপি মহাসচিবের উপর হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না।

বিএনপি মহা-সচিব মির্জা ফখরুলের সমালোচনার প্রতিবাদে তিনি বলেন, তিনি পুরোপুরি সত্য বলেননি।

Print Friendly and PDF