চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের বিয়ের দেনা শোধ করতে ধার করে জুয়া, পরে মা-ছেলের আত্মহত্যা

প্রকাশ: ৮ মে, ২০২২ ১:১১ : অপরাহ্ণ

টাকা ধার করে এনে মেয়ের বিয়ে দিয়েছিলেন। টাকা ফেরত না দেওয়ায় পাওনাদারদের চাপ বাড়ছিল। পরে আগের ঋণ শোধ করতে ফের টাকা ধার করেন বছর ৫৫ বছরের নারী ও তার ২২ বছরের ছেলে। এরপর সেই টাকা দিয়ে আইপিএল ম্যাচে বাজি ধরে। কিন্তু যে দলের উপর বাজি ধরেন তারা হেরে যায়। এ ঘটনার বিষ খেয়ে আত্মহত্যা করেন মা ও ছেলে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার রায়গড়ে।

দেশটির পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বিষ খান মা ও ছেলে। পর দিন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালেই মৃত্যু হয় ছেলের। তার কয়েক ঘণ্টা পরে মারা যান মা।

স্থানীয়রা জানান, কিছু দিন খুব মানসিক চাপে ছিলেন ওই নারী ও তার ছেলে। পাওনাদাররা বাড়ি বয়ে এসে তাদের অপমান করাসহ তাদের বাড়ি থেকে বার করার চেষ্টাও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন তারা। তবে কিছু আসবাবপত্র নিয়ে চলে যান পাওনাদাররা।

স্থানীয়রা আরও জানান, এর পর ওই যুবক নাকি কিছু টাকা ধার করেন। মা-ছেলে মিলে আইপিএলে একটি ম্যাচে বাজি ধরেছিলেন। কিন্তু জুয়ায় হেরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার তদন্ত করছে ওড়িশা পুলিশ।

Print Friendly and PDF