চট্টগ্রাম, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশূন্যের রেকর্ড

প্রকাশ: ৮ মে, ২০২২ ৫:৫৯ : অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন মৃত্যুশূন্য থাকল দেশ। মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর পর এটাই মৃত্যুশূন্য থাকার সর্বোচ্চ রেকর্ড।

আজ রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময়ে দেশে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন।

একইসময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। তবে কেউ মারা যাননি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত থাকল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৩ জন। এতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।

করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যু হয়।

গত বছরের ৫ ও ১০ আগস্ট সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Print Friendly and PDF