চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

প্রকাশ: ৩ মে, ২০২২ ৪:২৩ : অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদের দিন (মঙ্গলবার) ভোরে সড়ক দুর্ঘটনায় দুজন জন নিহত হয়েছেন। মহাসড়কের মাধাইয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ আলম।

স্থানীয়দের বরাতে মাসুদ আলম জানান, ঢাকাগামী লেনে মাধাইয়া বাজার থেকে নবাবপুর যাওয়ার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক সোহেল (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন নারীও নিহত হন। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ ছাড়াও সিএনজিচালিত অটোরিকশাতে থাকা দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

Print Friendly and PDF