চট্টগ্রাম, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনিশ্চিত: প্রতিমন্ত্রী

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২২ ২:৩৬ : অপরাহ্ণ

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) অনিশ্চিত, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

নভেম্বরের ৩ মাস আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু নাই। পরীক্ষার হবে কি না সেটা বছর শেষের ৩ মাস আগে জানানো হবে।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু টাইম নেই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাবো। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা ২-৩ মাস আগে জানাবো। এখনই জানালে কোচিং সেন্টারে সব লাইন ধরবে।

সমাপনী একবারেই বাতিল করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কিনা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন যে কারিকুলাম আছে সেখানে পরীক্ষাটা নাই। আমরা শিক্ষাবিদসহ অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব।

Print Friendly and PDF