চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবাদি জমিতে গোপনে গাঁজা চাষ করতেন মতিন

প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২২ ৩:৩৮ : অপরাহ্ণ

আবাদি জমিতে গোপনে গাঁজা চাষ, ৭৫ গাছসহ চাষি মতিন গ্রেপ্তার

ময়মনসিংহ ত্রিশাল উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন মণ্ডল জমিতে গাঁজা চাষ করেছিলেন। গাছগুলো সেবনের উপযোগী হয়ে যাওয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার এসআই মোহাম্মদ আমিনুল হক বিষয়টি জানতে পারেন।

বুধবার (১৩ এপ্রিল) সকালে এস আই শফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলামসহ ফোর্সদের সহায়তায় বীররামপুর উজানপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী ও গাঁজা চাষি আব্দুল মতিন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

আবাদি জমিতে গোপনে চাষ করা ৭৫টি গাঁজা গাছ কেটে আলামত হিসেবে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম (সাড়ে এগার) বলে জানা যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চলমান মাদক, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গাঁজা চাষি আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেয়া হয়েছে তাকে  আদালতে পাঠানো হবে।

 

Print Friendly and PDF