চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত

প্রকাশ: ১১ এপ্রিল, ২০২২ ১১:৪১ : পূর্বাহ্ণ

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ গেছে দুই ফিলিস্তিনি নারীর। সোমবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেথলেহাম শহরে গোলাগুলিতে প্রাণ হারান এক নারী। তাকে ৪০ বছরের ঘাদা ইব্রাহিম সেবাতিয়েন হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম। বিধবা ঐ নারীর রয়েছে ৬ সন্তান। এদিকে, হেবরনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা বহরের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক নারীকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ ঘটনার একদিন আগেই, জেনিন শহরের শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ অভিযানেও প্রাণ হারান এক ফিলিস্তিনি, আহত কমপক্ষে ১৩ জন। এ অভিযানে সন্দেহভাজন ২৪ ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে নাফতালি বেনেট প্রশাসন।

Print Friendly and PDF