প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ১২:১৮ : অপরাহ্ণ
বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ জানাচ্ছে, কোনো কারণ ছাড়াই ফেসবুক তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে।
যাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে- ফেসবুকের নিয়ম-নীতি অনুসরণ না করায় আপনার অ্যাকউন্ট বন্ধ করা হয়েছে।
তবে ব্যবহারকারীরা বিবিসিকে জানিয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করার আগে কোনো ধরনের সতর্কতামূলক বার্তা পাঠানো হয়নি।
মেটা বলছে, এ বিষয়ে তারা তদন্ত করবে। এক টুইট বার্তায় মেটার অ্যান্ডি বলেন, অনেক ব্যবহারকারী ফেসবুক ব্যবহার নিয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।
তিনি অবশ্য ফেসবুকে কেন এ ধরনের সমস্যা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।