প্রকাশ: ১ মার্চ, ২০২১ ১:০৮ : অপরাহ্ণ
সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হককে নিজ বাড়িতে রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিজ বাড়িতেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
জানা গেছে, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি আব্দুল হক মিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। গতকাল রাতেও তিনি তাঁর এক কর্মচারীসহ বাড়িতে ছিলেন।
আজ সকালে অন্যান্য কর্মচারীরা বাড়িতে এসে ডাকাডাকির পরও তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাড়ির পেছনের দরজা খোলা অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর বাড়িতে ঢুকে দেখা যায় আবদুল মিঞার লাশ খাটের ওপর পড়ে রয়েছে।
তাঁর মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ সময় বাড়িতে থাকা একমাত্র কর্মচারী জমির উদ্দিনকে হাত-পা বাঁধা ও মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।