প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১:২৭ : অপরাহ্ণ
আনোয়ারায় সাঙ্গু নদীতে নিখোঁজ সেনাসদস্য আসিফ হোসেনের (২০) লাশ ১৯ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার থেকে নদীর তৈলারদ্বীপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আসিফ হোসেন (২০) বিএমএ’র ৮২তম লং কোর্সে প্রশিক্ষণার্থী ছিলেন।
তিনি মিরাসরাই উপজেলার জোরালগঞ্জ থানার ইছাখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন বর্তমানে সেনাবাহিনীর ইউডিসি রেকর্ড শাখায় কর্মরত।
এর আগে গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসিফ। এরপর তাকে উদ্ধারে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ।
এদিকে আজ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) মাঠে আসরের নামাজের পর আসিফের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে সেনাবাহিনী সূত্রে।
জেলা পুলিশের আনোয়ারা জোনের এএসপি হুমায়ুন কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি সেনাবাহিনী ও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।