প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২০ ১১:৩৬ : অপরাহ্ণ
আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
লোহাগাড়ায় শিকারীর বন্দুকের গুলিতে মারুফুল ইসলাম ( ১৩) নামে স্কুল এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছ।
২৫ নভেম্বর ( বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চুনতি চাঁন্দা বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলকার মৌলভী ফোরকানের পুত্র। পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র৷
চুনতির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু সিটিজি টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পিতা মৌলভী,ফোরকান সিটিজি টাইমকে জানান , মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গিয়েছিলাম। তখন আমার ছেলে মারুফ বাড়ির উঠানে বসে বই পড়েছিল।
হঠাৎ গুলির শব্দ শুনে বাড়িতে বের হয়ে দেখি আমার ছেলে মারুফ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। তবে গুলি কে করেছে আমি চোখে দেখি নাই।
নিহতের বড় ভাই মামুনুল ইসলাম সিটিজি টাইমসকে জানান, জিতেন্দ্র বড়ুয়া নামে একজন লোক এলাকায় প্রায় সময় বন্দুক নিয়ে শকুর শিকার করতে দেখতাম । বন্দুকটি প্রায় সময় আমাদের বাড়ির খড়ের গাদায় রাখত।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ সিকদার এলাকাবাসীর বরাত দিয়ে সিটিজি টাইমসকে জানান, জিতেন্দ্র বড়ুয়া নামে এক যুবক খড়ের গাদায় বন্দুক রেখেছিল। সেটা বের করতে অসাবধান বশত গুলি বের হয় শিশুটির বুকে লেগে মৃত্যু হয় ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা সিটিজি টাইমসকে জানান, ঘটনার খবর পেয়ে থানার পুলিশের এস আই দেলোয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এব্যাপারে আমরা অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসামীকে ধরা চেষ্টা চালাচ্ছি। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।