আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি প্রকাশ: ৬ মে, ২০২০ ১২:৪৬ : পূর্বাহ্ণ
লোহাগাড়ায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
মঙ্গলবার ( ৫ মে) বিআইটিআইডি’তে ২৩৯ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরিক্ষায় চট্টগ্রামে পজিটিভ আসে ৭ জন।
এদের মধ্য নতুন ১ জন শনাক্ত রোগী লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌধুরী ( বিমান বিল্ডিং) রোডস্থ আমিন বিল্ডিং এ ২য় তলায় ভাড়াটিয়া থাকে। তার বয়স ৪২ বছর। সে লোহাগাড়ায় একটি কোম্পানীতে চাকরি করে। দেশের বাড়ি পুটুয়াখালী জেলায়।
বিষয়টি সিটিজি টাইমসকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
ডা: হানিফ সিটিজি টাইমসকে বলেন, গত ৩০ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ রিপোর্ট আসলে ওই যুবকের নমুনায় কভিড-১৯ শনাক্ত হয়।
জানাতে চাইলে আমিন বিল্ডিং মালিক আমিনুল হক সিটিজি টাইমসকে জানান, গত ৩ মাস আগে আক্রান্ত ব্যক্তিটিসহ মোট ৩জন আমার বিল্ডিং এ এক ফ্ল্যাটে বাসা ভাড়া করে আছে।
গত কয়েকদিন আগে ওই ব্যক্তি অসুস্থ হলে তার ভাই এসে বাসা থেকে তাকে নিয়ে যায়। সে থেকে আমি কিছুই জানিনা। খবর পেলাম আজ নাকি সে করোনায় আক্রান্ত। তবে কিভাবে আক্রান্ত হলে সেটি আমি নিশ্চিত করে বলতে পারবো না।
এদিকে আক্রান্ত ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন বলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফের বরাত দিয়ে সিটিজি টাইমসকে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।