প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২০ ৪:২৭ : অপরাহ্ণ
পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে দুই জাহাজের চাপে পড়ে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মনু মিয়া নামে ৬০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।