আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর, ২০১৯ ৮:২৫ : অপরাহ্ণ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় সড়ক দূর্ঘটনায় মো.জাহেদুল ইসলাম (১২) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী মারা গেছেন।
নিহত জাহেদুল সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় এলাকার মুহাম্মদ ইদ্রিসের পুত্র এবং পদুয়া হেফায়েতুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি সিটিজি টাইমসকে নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি আহসান হাবিব বলেন, নিহত জাহেদ ঠাকুরদিঘী স্টেশন হতে নাস্তা করে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস যার নং (চট্টমেট্ট- চ – ৫২৯৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। মাইক্রোবাসটির চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।