প্রকাশ: ২ অক্টোবর, ২০১৯ ৫:৩৫ : অপরাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি রড-সিমেন্টের গোডাউন থেকে শত শত বস্তা মজুদকৃত পেঁয়াজ জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব পেঁয়াজ জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গত ৪/৫ দিন পূর্বে অসাধু ব্যবসায়ীরা এসব পেঁয়াজের অবৈধ মজুদ গড়ে তুলেছিলো।
সাধারণের চোখ এড়াতে কৌশলে রড সিমেন্টের গোডাউনে এই পেঁয়াজ মজুদ করে তারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এসব পেঁয়াজের বস্তা জব্দ করা হয়েছে। বস্তাসমূহ গণনা চলছে। অভিযানকালে মজুদকারীকে পাওয়া যায়নি।