প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ৭:২৫ : অপরাহ্ণ
ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
একই সঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে কারণ দর্শনোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতদিনের মধ্যে তাদের জবাব দিতে বলেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বিথি এ আদেশ দেন।
সদ্য বিদায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।