সিটিজি টাইমস ডেস্ক প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ১২:০৯ : পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে সমাবেশের আয়োজন করবে বিএনপি।তবে বিএনপির চাহিদামতো লালদিঘীর পাড়ের জেলা পরিষদ চত্বরে অনুমতি মেলেনি। নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, ২৭ শর্তে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে নগর বিএনপি। শুক্রবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এসব শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
নগর পুলিশের উপ কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির সমাবেশের জন্য ২৭টি শর্তে অনুমতি দেওয়া হয়েছে। তারা ২০ জুলাই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সমাবেশ করতে পারবে।