সিটিজি টাইমস ডেস্ক প্রকাশ: ২০ জুলাই, ২০১৯ ৬:৩১ : অপরাহ্ণ
চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন্দ্রিক যানজট নিরসনে সব সংস্থার সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, যানজটের জন্য বন্দর এককভাবে দায়ী নয় ।
শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
বন্দরের চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতা, পোর্ট কানেকটিং (পিসি) সড়ক সংস্কার, বারিক বিল্ডিং থেকে ফকিরহাট পর্যন্ত ওয়াসার পাইপ লাইন ও সিমেন্ট ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য মূল সড়ক সংকুচিত হয়ে যানজট বেড়েছে।
রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, তীব্র যানজটের জন্য মূলত প্রাকৃতিক দুর্যোগ, বন্দরের যানবাহন ও গণপরিবহনের একই সড়কে চলাচল ও শহরের জন্য বিকল্প সড়ক তৈরি না হওয়াকে চিহ্নিত করা যায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম, সচিব ওমর ফারুক এবং বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।