fbpx

চট্টগ্রাম, শনিবার, ২০ জুলাই ২০১৯ , ৫ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

আজ থেকে একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তি আবেদন শুরু

সিটিজি টাইমস ডেস্ক প্রকাশ: ১৯ জুন, ২০১৯ ১:৪৭ : অপরাহ্ণ

আজ বুধবার (১৯ জুন) থেকে একাদশে ভর্তিতে ২য় দফায় আবেদন শুরু হচ্ছে । প্রথম মেধা তালিকায় ঠাঁই না পাওয়া এবং আগে আবেদন করেননি এমন শিক্ষার্থীদের এসময় নতুন করে আবেদন করতে হবে।

আগামীকাল ২০ জুন পর্যন্ত এ আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।একইসাথে প্রথম মেধা তালিকায় মনোনীত হওয়ার পরও ভর্তি নিশ্চায়ন না করা শিক্ষার্থীদেরও এই সময়ে নতুন করে আবেদন করতে হবে।

এছাড়া ভর্তি নিশ্চায়ন করা কোন শিক্ষার্থীও চাইলে নিশ্চায়ন বাতিল করে পুনরায় আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিশ্চায়ন বাতিলের যৌক্তিক কারণ উল্লেখ করে শিক্ষাবোর্ডের কলেজ শাখায় আবেদন করতে হবে।

আবেদনের সময় এসএসসির রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে। আর মূল কপি শিক্ষার্থীর সঙ্গে রাখতে হবে। নিশ্চায়ন বাতিলের কারণ যৌক্তিক প্রতীয়মান হলে ওই শিক্ষার্থীর নিশ্চায়ন বাতিল করা হবে। আর নিশ্চায়ন বাতিল হলে ওই শিক্ষার্থী পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন।

আজ বুধবার (১৯ জুন) পর্যন্ত নিশ্চায়ন বাতিলে আবেদন করা যাবে।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত দ্বিতীয় দফায় আবেদন গ্রহন শেষে ১ম দফায় মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।

Print Friendly and PDF

———