fbpx

চট্টগ্রাম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ , ৮ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ২

প্রকাশ: ১৭ জুন, ২০১৯ ১০:১৪ : অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় পাথর বোঝাই জিপ খাদে পড়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও চারজন।

সোমবার সন্ধ্যায় বলিপাড়া ইউনিয়নের চাকমাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান  থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবায়রুল ইসলাম।

নিহতরা হলেন, মো. কালাম (৪০)। তিনি পেশায় শ্রমিক। অপর নিহত ব্যক্তি স্থানীয় কাপরুপাড়ার ব্যবসায়ী সন্তোষ চাকমা (৪৫)। সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে একটি জিপ ছয়জন যাত্রী নিয়ে থানচি যাচ্ছিলো। পথে বলিবাজারের কাছে দুইশ’ ফুট নিচে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দু’জন নিহত এবং চারজন আহত হয়।

ওসি মো. জুবায়েরুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly and PDF

———