fbpx

চট্টগ্রাম, বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

উখিয়ায় পাহাড় ধসে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু

সিটিজি টাইমস ডেস্ক প্রকাশ: ১১ মে, ২০১৯ ১১:১১ : অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের একটি অংশ বিশেষ ধসে পড়ে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- শরণার্থী শিবিরটির মোহাম্মদ আবদুস শুক্কুরের ছেলে মো. ইসমাইল (৫) ও ছদরুল আমিনের ছেলে মোহাম্মদ রায়হান (৬)।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাহাড় ঘেঁষে কয়েকজন রোহিঙ্গা শিশু খেলা করছিল। হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে দুই রোহিঙ্গা শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কর্মীর দল ঘটনাস্থলে এসে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করেন।

উখিয়ার থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly and PDF

———