fbpx

চট্টগ্রাম, বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

চট্টগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

সিটিজি টাইমস ডেস্ক প্রকাশ: ১৩ মে, ২০১৯ ১২:১৩ : অপরাহ্ণ

বন্দরনগরীতে মার্শা বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মো. আজাদ (৩০) বাকলিয়ার কালামিয়া বাজারের আব্দুর ছোবহান রোড এলাকার মো. আবুল কাশেমের ছেলে। তিনি পাঠাও এর মোটর সাইকেল চালক।

নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চালক মো. আজাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যাত্রী ইমরানকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

Print Friendly and PDF

———