প্রকাশ: ২০১৯-০২-০২ ২১:১২:১৬ || আপডেট: ২০১৯-০২-০২ ২১:১২:২৭
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে ৬ হাজার ৫’শ ৯০ জন পরীক্ষার্থী। শনিবার (২ ফেব্রুয়ারী) উপাজেলার ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খান জানান, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এসএসসিতে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৪’শ ৬৭ জন। মাদরাসা দাখিল সার্টিফিকেট পরীক্ষায় ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭৯ জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) ১টি কেন্দ্রে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিন এসএসসিতে ২৮ জন ও দাখিলে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।