প্রকাশ: ২০১৮-১০-২৬ ১৫:১৪:১৫ || আপডেট: ২০১৮-১০-২৬ ১৮:৫৫:১৯
চট্টগ্রামে সমাবেশ করার জন্য লালদীঘির মাঠ চেয়ে আবেদন করার পর নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার সমাবেশ করবে নতুন এই জোট।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে শুক্রবার সকালে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
আবু সুফিয়ানকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে সিএমপির পক্ষ থেকে নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে পারবো বলে জানিয়েছে তারা।
২৫ শর্তে ঐক্যফ্রন্টকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
এর আগে গত বুধবার সিলেটে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।