প্রকাশ: ২০১৮-১০-২০ ১৪:০৫:২৯ || আপডেট: ২০১৮-১০-২০ ২২:৪৪:০৭
সকাল থেকেই চট্টগ্রামে ভিড় জমাতে শুরু করেছে দেশের নানা প্রান্তের নানা স্তরের মানুষ। সবার উদ্দেশ্য একটাই। শেষ বারের মত দেখতে চান বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। ইতোমধ্যেই চট্টগ্রামের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে নিয়ে আসা হয়েছে তার মরদেহ।বৃহস্পতিবার (১৮ অক্টোবর) হৃদ ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।
কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে বইছে শোকের ঝড়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছেন ভক্তরা। গুণী এই শিল্পীর অকাল প্রয়ান মেনে নেয়া সত্যিই কষ্টকর। প্রায় ৪ দশক ধরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেক কিছু। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলেই জানাচ্ছেন সবাই।
The body of rock legend and musical band LRB founder Ayub Bachchu has reached #Chattogram.
A flight of US-Bangla Airlines carrying the body and his family members reached Shah Amanat International Airport around 10:55am today, said a singer close to Ayub Bachhu’s family. pic.twitter.com/OgEd7BDc7E
— Mosrur Zunaid (@MosrurZunaid) October 20, 2018
উল্লেখ্য, শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় ঈদ গা ময়দানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। তারপর তৃতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ে। শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি তার নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।
সবশেষ নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানা যায়। এরপর পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।