প্রকাশ: ২০১৮-০৯-০৪ ২২:৪৫:৪১ || আপডেট: ২০১৮-০৯-০৪ ২২:৪৫:৪১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।
আবেদন করা যাবে ৬ অক্টোবর (শনিবার) রাত ১২টা পর্যন্ত।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ জানান, গতবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চার ইউনিটে। ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আবেদন ফরম বিক্রি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আবেদন চলবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।