প্রকাশ: ২০১৮-০৭-২৯ ১৩:০৪:৫১ || আপডেট: ২০১৮-০৭-২৯ ১৩:০৪:৫১
চট্টগ্রামের লোহাগাড়ায় মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি ট্যাঙ্কার থেকে ৩৬ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৭। আটক হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল (৩০)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান সংবাদ মাধ্যমকে এই খবর জানান।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম র্যাবের এই কর্মকর্তা বলেন, সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে আমিরাবাদ বটতলী এলাকায় অবস্থান নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ফেরা মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী ট্যাঙ্ক থামিয়ে তল্লাশি করা হয়।
ওই সময় তেলবাহী ওই টেঙ্কের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন- ট্যাঙ্কের ভেতরে কৌশলে ৩৬ হাজার ইয়াবা আনা হয়েছে। পরে তার দেখানো ইয়াবার চালান জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ইয়াবা বহনকারী মেঘনা পেট্রোলিয়ামের স্টিকারযুক্ত (ভাড়ায় চালিত) তেলের ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।