প্রকাশ: ২০১৮-০৭-২০ ১১:১৪:৩০ || আপডেট: ২০১৮-০৭-২০ ১৮:০৯:৩১
চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত মতিঝর্না এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতের এই ঘটনায় ৮৫ কেজি গাঁজা ও একটি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান।
সকাল পৌনে ৭টা পর্যন্ত নিহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখেছে পুলিশ।
পুলিশ এদের পরিচয় জানান চেষ্টা করছে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় তাদের থামার সংকেত দেয়া হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে তারা র্যাব সদস্যদের ওপর গুলি ছোড়তে তাকে। নিরুপায় হয়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র্যাব। পরে দেখা যায়, ঘটনাস্থলে দুজনের মরদেহ পড়ে আছে।