প্রকাশ: ২০১৮-০৭-১০ ১২:২৮:২৬ || আপডেট: ২০১৮-০৭-১০ ১২:২৮:২৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে শুনানি শেষে রাজধানীর বকশিবাজারের ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান জামিনের এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তি যুক্তি তর্ক উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আসে বেগম জিয়াসহ চারজনের বিরুদ্ধে। ২০১০ সালের আট আগস্ট তেজগা থানায় এই দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদক।